কলমেঃ সাদেকুল ইসলাম।
প্রিয়_নিমপাতা,
আজ জানতে চাইবোনা কেমন আছো! কারণ, আজ নীলিমার আকাশ জুড়ে ছুঁয়ে গেছে কালো মেঘ, চাঁদ টাও হারিয়ে গেছে কোনো এক মেঘের আড়ালে,, নীলিমার আকাশ আজ অভিমানে ভরপুর।
না জানি কখন মনের কষ্ট গুলোকে অশ্রুতে রুপান্তর দিয়ে বিসর্জন করবে!!
আচ্ছা নিমপাতা, তুমিও কি সেই নীলিমার মতো অভিমানে মুখ গোমড়া করে আছো?? নাকি সবার অজান্তে উঠানে বসে সজনে গাছের চিরিচিরি পাতার দিকে তাকিয়ে থাকার ভান করে অঝোরে অশ্রু বিসর্জন করছো?
ভালো থাকতে, প্রিয় মানুষকে ভালো রাখতে এমনটা করতে নেই নিমপাতা।
সব সময় হাসিখুশি থাকতে শেখো,দেখবে সজনের ডালে এক জোড়া শালিক পাখি এসে তোমার পানে চেয়ে ভালোবাসার গান শুনিয়ে যাবে। সেদিন যদি তোমার মন ভালো থাকে তবে বুঝতে পারবে সেই শালিক দ্বয়ের ভাষা। সেদিন আর নীলিমার আকাশেও কালো মেঘ জমবেনা,সেদিন নীলিমার আকাশেও ঝিকিমিকি করবে নক্ষত্ররাজি,চাঁদটাও বেশ ঝলমলে জোৎস্না দিয়ে যাবে।
ভালো থেকো নিমপাতা,খুশিতে রেখো নীলিমাকে।
তোমার
#অনুপম
মন্তব্য