হালুয়াঘাট প্রতিনিধি>>>
আজ মঙ্গল(২৭জুন) সকাল ১১ টায় ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার শাকুয়াই মোড়ে বাংলাদেশ আদর্শ কল্যান পরিষদ ময়মনসিংহ শাখা উদ্যোগে ৮০ অসহায় দুস্হ পরিবারের মাঝে ঈদ সামগ্রি বিতরন করা হয়,,ঈদ উপহারের মধ্যে চিনি,সেমাই,ডাল,সাবান,তেল,নদুস ও প্যাকেট দুধ।
অনুষ্ঠানটি কুরআন তেলাওয়াতের মাধ্যমে সকাল ১১টায় আদর্শ কল্যান পরিষদ ময়মনসিংহ শাখার সম্মানিত সভাপতি জনাব আবুল বাশার এর সভাপতিত্বে রিয়াজ মাহমুদ ও সুমনের পরিচালনায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় এতে প্রধান অতিথি ছিলেন,৭নং শাকুয়াই এর ইউপি চেয়ারম্যান জনাব ইন্জিনিয়ার ইউনুস আলী খান,বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন,১নং ওয়ার্ড সদস্য জনাব নবি হোসেন,বিশিষ্ট সমাজ সেবক জনাব, শহিদুল ইসলাম (সুজন) মীর মুস্তাক রনি,মুফতি আল- আমিন,২নং ওয়ার্ড সদস্য শফিকুল ৪নং ওয়ার্ড সদস্য জনাব মজিবর রহমান ইসলাম,সংরক্ষিত সদস্য মাহমুদা আক্তার মিলনী, জনাব মোহাম্মদ শেখ জাকারিয়া আহম্মেদ সুজন,জনাব এখলাছুর রহমান সিরাজী,জনাব মোঃ রৌশন আলী,জনাব জালাল উদ্দিন,জনাব শফিকুল ইসলাম শফিক ও রাকিব হাসান (তামিম) জনাব হাসি মেম্বার প্রমুখ।
এ সময় প্রধান অতিথি বলেন,এমন কল্যানময় কাজে আমি ও আমার পরিষদ সব সময় আপনাদের পাশে থাকবো তিনি কমিটির সকল সদস্যবৃন্দ কে ধন্যবাদ জানান। এসময় বক্তারা আরো বলেন,,ঈদ-উল- আযহা উপলক্ষে দুস্হদের মাঝে ত্রান বিতরনে আমরা আনন্দিত আমরা সর্বময় পাশে থাকবো ইনশাআল্লাহ এ সময় তারা সভাপতি আবুল বাশার ও কেন্দ্রীয় সদস্যের প্রতি চির কৃতঙ্গ প্রকাশ করেন। গ্রাম থেকে গড়ে ওঠা সংগঠনটি প্রায় একযুগ যাবত বাংলাদেশের বিভিন্ন এলাকায় অসহায়,দুস্হ,অসুস্হ,এতিমদের পাশে দাড়িয়েছে ভবিষ্যতে সকলের সহযোগিতা ও সমর্থন পেলে সকল অসহায়দের ত্রান পৌছে দেওয়া সম্ভব পরিশেষে সভাপতি আবুল বাশার সকলের প্রতি কৃতঙ্গ প্রকাশ করে ও ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
মন্তব্য