মোংলা বাগেরহাট প্রতিনিধি>>> ‘অন্ধত্ব প্রতিরোধ করুন’ শ্লোগানে বাগেরহাটের রামপালে ৩হাজার রোগীকে বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা প্রদাণ করা হয়েছে।শুক্রবার সকালে রামপালের বড়দিয়া হাজী আরিফ (রঃ) মাদ্রাসা চত্বরে এ চক্ষু শিবিরের উদ্বোধন করেন ঢাকা মেগা সিটি লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।ঢাকা মেগা সিটি লায়ন্স ক্লাবের উদ্যোগে এবং ঢাকা দৃষ্টি উন্নয়ন সংস্থা ও লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম সহযোগিতায় অনুষ্ঠিত দিনব্যাপী এ চক্ষু শিবিরে বিনামূল্যে চিকিৎসা সেবা নেন ৩হাজার রোগী।এ সময় বাছাইকৃত ৫শ রোগীর চোখের ছানি অপারেশন করা হবে ঢাকার দৃষ্টি আই হসপিটালে।চোখ দেখানো,চোখের অপারেশন,ঢাকায় যাওয়া-আসাসহ থাকা সবই ফ্রি।আর ২০০৯সাল থেকে ফ্রি এ চোখের সেবা প্রদাণ করে আসছেন লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।তিনি বলেন,এ পর্যন্ত প্রায় ৬০হাজার রোগীকে বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা প্রদাণ করা হয়েছে।তারমধ্যে চোখের ছানি,মাংস বৃদ্ধি ও নেত্রনালীর মত অপারেশন করা হয়েছে ৬হাজার ২শ রোগীর।আগামীতেও তার ফ্রি চক্ষু চিকিৎসা সেবা প্রদাণ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।’অন্ধত্ব প্রতিরোধ করুন’ শ্লোগানে সাড়া দিয়ে চট্টগ্রাম,খুলনা,সাতক্ষীরা ও বাগেরহাটসহ দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতি বছর রামপালে ছুটে আসেন রোগীরা।
মন্তব্য