রামকৃষ্ণ তালুকদার হবিগঞ্জ প্রতিনিধিঃ>>>
১৫ই জুন ২০২৩ইং হবিগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক ইশরাত জাহান এর নির্দেশে বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়নের কুশিয়ারতলা গ্রামে দেশীয় অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করা হয় এবং নিশ্চিন্তপুর বাজারে জনসচেতনতামূলক সভা করা হয়। শুধু তিনটি বাড়ীতেই অনেকগুলো টেটা, বল্লম, ঢাল পাওয়া যায়। বানিয়াচং থানা এবং সুজাতপুর পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা অভিযানে সহায়তা করেন। অভিযান কালে গ্রামজুড়ে কোনো পুরুষ লোক পাওয়া যায়নি।উল্লেখ্য গত ১৬ মে ২০২৩ইং তারিখ হবিগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান বানিয়াচং উপজেলার নির্বাচিত জনপ্রতিনিধি, স্কুল-কলেজের শিক্ষকবৃন্দ, ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের ধর্মগুরু, বিভিন্ন মহাল্লার সরদারগণ এবং জনসাধারণকে নিয়ে সম্প্রীতি সমাবেশ করেন। গত ৩০শে এপ্রিল ২০২৩ ইং তারিখে উপজেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সিদ্ধান্তের আলোকে দেশীয় অস্ত্র নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং ২৫/০৬/২০২৩ইং তারিখের মধ্যে সকল অস্ত্র থানা অথবা নিকটবর্তী পুলিশ ফাঁড়িতে জমা দেওয়ার জন্য বলা হয়েছে।
মন্তব্য