মো দেলোয়ার হোসেন সিদ্দিকী
মহানগর, রংপুর।
আমি আঁকড়ে ধরেছি
তোমার দেয়া ডাইরির পাতা
যেখানে লেখা আছে দুজনার
আলোচিত সেই স্বপ্নের কথা।
আমি আজও ভুলিনি
তোমার দেয়া ডাইরির কথা
কেমনে ভুলি অতীতের দিনগুলি
মনের মধ্যে স্মৃতি ময় ব্যথা।
এই বুঝি এলে মোর দ্বারে
আপন করতে মনের ঘরে
যে ভাবে প্রকৃতির প্রেমে
তুমি আমি দুজনে এসেছিলাম।
তুমি দিয়েছিলে যে কথা
পথে দেখা হলেও হয়না কথা
আসবে না ফিরে তবুও জানি
মনে রয়ে যাবে সেই স্বপ্নের কথা।
মন্তব্য