কলমে ঃ মোঃ আতিয়ার রহমান
তারিখ ঃ ১৯-৬-২৩
বিশ্বাস একবার হারিয়ে গেলে
যায় না তা পাওয়া
হাজারো জরুরি থাকা সত্বেও
যাবে না কিছু চাওয়া।
আপন জন হলে বেঈমান
যায় না কিছু বলা
অবিশ্বাস একবার ঢুকলে মনে
যায় না কিন্তু চলা।
বিশ্বাস হলো বড় সম্পদ
দুনিয়াতে যত আছে
বিশ্বাসীর কাছে যেতে সবার
মন সদা নাচে।
অবিশ্বাস কে করবো ত্যাগ
বিশ্বাস হবে সঙ্গী
বিশ্বাসের পরিচয় দিতে
দেখাবোনা কোন ভঙ্গি।
বিশ্বাসের মূল্য রাখবো সবে
জীবন চলার পথে
অটুট যদি রাখতে পারি
চলবে জীবন রথে।











মন্তব্য