সাইফুল ইসলাম বাবু -বিশেষ প্রতিনিধি, সিলেট।
সিলেট-৪ (জৈন্তাপুর-গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসেনর স্থানীয় সংসদ সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বর্তমান আওয়ামী লীগের সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর দেশের সংবাদ পত্রে স্বাধীন ভাবে সংবাদ পরিবেশনের সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়েছে।বিগত ১৫ বছরে দেশে অনেক প্রিন্ট-ইলক্টেনিক মিডিয়া সরকারি ভাবে অনুমতি প্রদান করা হয়েছে। দেশের সংবাদ পত্রে সাংবাদিকরা আজ স্বাধীন ভাবে খবর প্রকাশ করছেন। শেখ হাসিনা সরকার
দেশের সাংবাদিকদের উন্নয়নে একটি কল্যাণে ট্রাষ্ট গঠনে অর্থনৈতিক ভাবে সহযোগিতা করে যাচ্ছেন।প্রতি বছরে দেশের অসহায়-অসুস্থ্য সাংবাদিকদের অনুদার প্রদানের ব্যবস্থা গ্রহন করা হয়েছে।তিনি বলেন, একটি মেধাবী রাষ্ট্র গঠন ও সুন্দর সমাজ বিনির্মানে সংবাদ পত্রের ভূমিকা অনেক গুরুত্বপুর্ণ। জৈন্তাপুর প্রেসক্লাব,জৈন্তাপুরের সাংবাদিকতার উন্নয়ন ও বিকাশ, এলাকার সামাজিক ও রাজনৈতিক উন্নয়নে নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করে সাংবাদিকতার সার্বজনীন স্মারক প্রতিষ্ঠান হিসাবে ভূমিকা পালন করবে। জৈন্তাপুর উপজেলার উন্নয়ন সহ যে কোন ঘটনার সঠিক তথ্য দিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ধারা অব্যাহত রাখতে তিনি জৈন্তাপুর প্রেসক্লাবের সকল সাংবাদিকদের প্রতি আহবান জানান।গত ২৮ নভেম্বর মঙ্গলবার দুপুর ১২টায় জৈন্তাপুর ডাক বাংলো’তে জৈন্তাপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটি’র সভাপতি নূরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহজাহান কবির খানের নেতৃত্বে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপির সাথে জৈন্তাপুর প্রেসক্লাব নেববৃন্দের সৌজন্য সাক্ষাত কালে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ, সহ-সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মেম, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফয়েজ আহমদ, জৈন্তাপুর প্রেসক্লাবের (২০২৩-২০২৫) সেশন’র ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি সেলিম আহমদ, সহ-সাধারণ সম্পাদক নিপেশ কুমার দে, অর্থ সম্পাদক মীর মো: শােয়েব আহমদ, নিবার্হী সদস্য নাজমুল ইসলাম, সদস্য সালমান শাহ।এছাড়া উপস্থিত ছিলেন এশিয়ান টেলিভিশনের জৈন্তাপুর প্রতিনিধি ইউসুফুর রহমান, দৈনিক ভোরের কাগজ পত্রিকার জৈন্তাপুর প্রতিনিধি সাইফুল ইসলাম বাবু, দৈনিক আলেকিত সিলেটের প্রতিনিধি মো: সাজ উদ্দিন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ-কে জৈন্তাপুর প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলের তোড়া ও একটি সম্মাননা স্মারক উপহার প্রদান করা হয়। পরে তিনি উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়নের সঠিক চিত্র তৃণমুল পর্যায়ের সাধারণ মানুষের নিকট পৌছে দিতে হবে। আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চনে নৌকার বিজয় সু-নিশ্চিত করতে তিনি দলীয় সকল নেতৃবৃন্দ-কে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, সহ-সভাপতি এটি এম বদরুল ইসলাম, মোহাম্মদ আলা উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শ্রী যাদবময় বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মেম, সহকারী অধ্যাপক শাহেদ আহমদ, প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, চিকনাগুল ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, উপ-দপ্তর সম্পাদক জাকারিয়া মাহমুদ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফারুক আহমদ, সাধারণ সম্পাদক শওকত আলী, কৃষক লীগ আহবায়ক আব্দুল মান্নান, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক মো: কুতুব উদ্দিন সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
মন্তব্য