মোংলা (বাগেরহাট) প্রতিনিধি >>> সুন্দরবনের জেলে, বাওয়ালী ও মৌয়াল পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদাণ এবং ওষুধ সরবরাহ করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার ১৭ এপ্রিল সকাল থেকে দুপুর পর্যন্ত মোংলার জয়মনিরঘোল এলাকায় উপকূলের দরিদ্র নারী-পুরুষ, শিশুদের এ সেবা দেয়া হয়েছে।কোস্ট গার্ড সদর দপ্তরের (ঢাকা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, বরাবরই উপকূলীয় অঞ্চলের সুবিধাবঞ্চিত দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষের পাশে রয়েছে কোস্ট গার্ড। যার প্রেক্ষিতে বৃহস্পতিবার উপকূলের দুই শতাধিক নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবার পাশাপাশি তাদের প্রত্যেককে প্রয়োজনীয় ওষুধ সামগ্রী দেয়া হয়েছে। সেই সাথে প্রত্যেককে দেয়া হয়েছে একটি করে নতুন কাপড় (পাঞ্জাবি, গেঞ্জি, থ্রি পিচ ও শাড়ী)। ফ্রি মেডিকেল টিমের নেতৃত্বে ছিলেন কোস্ট গার্ডের মেডিকেল অফিসার সার্জন লেঃ কমান্ডার মাকসুদা জাহান। এ সময় আরো উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের প্রতিনিধি রায়ান রে ও টেলার চেজ টিলার।
মন্তব্য