এস এম মিজান,সুনামগঞ্জ >>> নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ সুনামগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।দিনটি উপলক্ষে সোমবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় জেলা যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিটি আলফাতউদ্দিন স্কয়ার ট্রাফিক পয়েন্টে এসে এক পথসভায় মিলিত হয়।পথসভায় জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশীদ আমীন সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক এডভোকেট মামনুর রশীদ কয়েস সঞ্চালনা করেন।সভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সহ-সভাপতি সুহেল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক তফাজ্জুল হোসেন, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু প্রমুখ।অনুষ্ঠানে জেলা, উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।দিবসটি উপলক্ষে বিকেলে জেলা যুবদলের নেতৃবৃন্দ সুনামগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন।











মন্তব্য