মোঃ কামাল হোসেন
লতার সাথে পাতা বন্ধু
মেঘের সাথে পানি,
ধনীর সাথে ধনী বন্ধু
জ্ঞানীর সাথে গুনী।
বাঘ হরিণে হয় না বন্ধু
দুঃখীর সাথে দুঃখী,
সাপের সাথে সাপ বন্ধু
সুখির সাথে সুখি।
পকেট ভরা থাকলে টাকা
বন্ধুর অভাব নাই,
শুন্য পকেট বুজতে পারলে
কেটে পরবে সবাই।
দুঃখীর পাশে থাকে না কেউ
সুখির বন্ধু সবাই,
দুঃখী শুধু কেঁদে মরে
থাকে না কোন উপায়।
স্বার্থ ভরা দূনিয়া
বোঝা বড়ই দায়,
বন্ধু বেশে শয়তান
ঘুরে সর্বদায়।











মন্তব্য