সাইফুল ইসলাম বাবু -বিশেষ প্রতিনিধি, সিলেট।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক গোল্ডকাপ ফুটবল ট্রুর্ণামেন্ট ২০২৩ এ বিভাগীয় পর্যায়ে আজ বুধবার ফাইনাল সম্পন্ন হয়েছে।ফাইনালে সিলেট জেলার হয়ে সুনামগঞ্জ জেলার বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে জৈন্তাপুর উপজেলার লামনিগ্রাম সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়। সুনামগঞ্জ জেলাকে তারা ১-০ গোলে পরাজিত করে জাতীয় পর্যায়ে খেলার গৌরব অর্জন করেছে।লামনিগ্রাম সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের এই ঐতিহাসিক জয়ে পুরো টিম ও কলাকৌসুলিদের অভিনন্দন জানিয়েছেন বিজয়ী টিমের টাইটেল স্পন্সর, যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রোটারিয়ান আব্দুল গফফার চৌধুরী খসরু।এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, বাংলাদেশের ফুটবলের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপ হলো প্রাথমিক পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের প্রতি বছর সফল আয়োজন। যার ফল সরূপ গত বছর অনুর্ধ ১৭ সাফ চ্যাম্পিয়নশীপে লাল সবুজের বিজয় অর্জিত হয়েছে।তিনি আরো বলেন বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের দুই যুগেরও বেশী সময় ধরে চলে আসা ট্রুর্ণামেন্টে গৌরবজনক ইতিহাসে আছে জৈন্তাপুরের নাম জড়ীয়ে নিশ্চিন্তপুর,করগ্রাম,কামরাঙ্গি স্কুল গুলোর হাত ধরে জৈন্তার মাটিতে ফুটবলে এসেছে সফলতা। আজকে এই ঐতিহাসিক জয়ে আশা করি জাতীয় পর্যায়ে আবারো জৈন্তাপুরের আরেকটি সফলতার স্বাক্ষর রচনা করতে যাচ্ছে লামনিগ্রাম সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের হাত ধরে।সেই সাথে রোটারিয়ান খসরু টিমের সকল খেলোয়াড়দের সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেন এবং যেকোন প্রয়োজনে অতীতের ন্যায় আগামী দিনে জৈন্তাপুরের ক্রীড়ার উন্নয়নে পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেছেন।
মন্তব্য