রিপোর্ট: আব্দুল্লাহ আল মারুফ >>> সাতকানিয়া-লোহাগাড়া দুই উপজেলা প্রশাসনের মধ্যেই প্রীতি ফুটবল ম্যাচ। মাঠে খেলবেন দুই উপজেলার দুই নির্বাহি কর্মকর্তাও। দর্শকদের মধ্যেও উৎসাহ-উদ্দিপনার শেষ নেই। শীতের রাতে মাঠ দিনের আলোর মত উজ্বল। মাঠি বিছানো হয়েছে সবুজ টার্ফ। যথাসময়ে শুরু হয়েছে মাঠের লড়াই। সেই লড়াইয়ে সাতকানিয়া উপজেলা নির্বাহি কর্মকর্তা মিল্টন বিশ্বাষের অনবদ্য ক্রিড়া নৈপুন্যে অবশেষে জয় হল সাতকানিয়া উপজেলা প্রশাসনের। খেলায় নির্ধারিত সময়ে লোহাগাড়া উপজেলা প্রশাসনকে ০-৭ গোলে পরাজিত করে বিজয়ী হয় সাতকানিয়া উপজেলা প্রশাসন।
২২ জানুয়ারী’২৪ ইং সোমবার রাতে লোহাগাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে কিংস এ্যারেনা লোহাগাড়া টার্ফে সাতকানিয়া উপজেলা প্রশাসন বনাম লোহাগাড়া উপজেলা প্রশাসন প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আনজুমান আরা, লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার(ভুমি) নাজমুন লায়েল, লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার হীরু দাশ, লোহাগাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম শাওন ভুঁইয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।খেলায় নির্ধারিত সময়ে জয়ের জন্য উভয় টিমের খেলোয়াড়রা জয়ের জন্য মরিয়া হয়ে লড়াই চালিয়ে গেলেও সাতকানিয়া উপজেলা নির্বাহি কর্মকর্তা মিল্টন বিশ্বাষের অনবদ্য নৈপুন্যে লোহাগাড়া উপজেলা প্রশাসনকে ০-৭ গোলে পরাজিত করে বিজয়ী হয় সাতকানিয়া উপজেলা প্রশাসন। মাঠে অদম্য ক্রিড়া নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে একাই চার গোল করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস।খেলায় অংশগ্রহণ করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস, লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাসান, সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আরাফাত সিদ্দিকী, সাতকানিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, সাতকানিয়া উপজেলা প্রকৌশলী পারভেজ সারোয়ার হোসেন, লোহাগাড়া উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মাস্টার এস কে সামশুল আলম, সাতকানিয়া উপজেলা সহকারী প্রশাসনিক কর্মকর্তা ফয়সাল আমির, লোহাগাড়া উপজেলা তথ্য ও সেবা কেন্দ্রের পরিচালক কাইছার উদ্দিন আরিফসহ দুই উপজেলার কর্মকর্তা ও কর্মচারীরা।
মন্তব্য