চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার ১নং চরতি ইউনিয়নের ঐতিহ্যবাহী আল হেলাল আদর্শ ডিগ্রি কলেজের একাদশ শ্রেনির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।৮ অক্টোবর’২৩ ইং রবিবার সকাল ১০টায় কলেজের একাডেমিক ভবনে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হারুন অর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত নবীন বরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মিসেস রিজিয়া রেজা চৌধুরী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এ কলেজ থেকে তোমাদের মধ্য থেকে একদিন সচিব, ম্যাজিস্ট্রেট ও উচ্চ শিক্ষিত নাগরিক হবে। হাইস্কুল থেকে কলেজ একটু ভিন্ন পরিবেশ। এ কলেজের প্রতি আমার শুভ কামনা। এ রকম একটি কলেজ গ্রামে প্রতিষ্ঠা করা সত্যিই কঠিন। জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য এ কলেজই যথেষ্ট তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আমাদের মেট্রোরেল, পদ্মাসেতু, পারমানবিক বিদ্যুত কেন্দ্র হচ্ছে। আমরা এখন দেশপ্রেমিক নাগরিক চাই। শিক্ষা জীবনের উচ্চ মাধ্যমিকের দু-বছর অত্যন্ত গুরুত্বপূর্ন। শিক্ষক ও বাবা-মাকে সম্মান করতে হবে।











মন্তব্য