২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ৬ লেনে রূপান্তর আমাদের প্রাণের দাবি — শাহজাহান চৌধুরী  তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ জানা যাবে: বেবিচক চেয়ারম্যান পানিতে ডুবে শিশুর মৃত্যু নিরাপদ সড়ক দিবসে সুনামগঞ্জের ডিসি ডোপ টেস্ট ছাড়া মিলবে না লাইসেন্স- ড মোহাম্মদ ইলিয়াস মিয়া বাগাতিপাড়ায় মাদকবিরোধী অভিযান, তিনজনের জেল-জরিমানা নাটোরে বিশেষ অভিযানে সর্বহারা নেতাসহ আওয়ামী লীগের ৫ নেতা–কর্মী গ্রেফতার পাটগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে মাস মিডিয়া ক্যাম্পেইন রাজশাহীর পদ্মায় কুমির, নদীতে গোসল না করতে মাইকিং কিশোরগঞ্জে নাগরিক সেবার মান উন্নয়নে গণ-শুনানী অনুষ্ঠিত মালদ্বীপে জনস্বাস্থ্যবিষয়ক উচ্চপর্যায়ের আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ হাইকমিশনার
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> চট্টগ্রাম >> চট্টগ্রাম >> জাতীয় >> দেশজুড়ে
  • সাতকানিয়ায় নকল তেল তৈরি কারখানা সিলগালা
  • সাতকানিয়ায় নকল তেল তৈরি কারখানা সিলগালা

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম সাতকানিয়ার দেওদিঘী বাজারের পূর্ব পাশে একটি বাসায় গড়ে তোলা হয়েছে নকল তেল তৈরির কারখানা সেখানে বসেই মোড়ক লাগিয়ে উপজেলার বিভিন্ন বাজারজাত করে আসছিল রুপচান নামক একটি প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের অভিযান চালিয়ে একটি কক্ষে তেলের ২টি ট্যাংক সহ প্রায় ৩ হাজার ৫ শত লিটার খোলা ও বোতলজাত তেল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।বুধবার (৫ মার্চ) ২.৩০ টার দিকে উপজেলার দেওদিঘী বাজারের পূর্ব পাশে একটি বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়।

    আটককৃত মো: ইউনুস(৪৮)মো: ইসাহাক(৪২),
    সাতকানিয়া উপজেলার এওচিয়া গাটিয়াডেংগা ০৯ ওয়ার্ড এলাকার আবদুল হামিদ’র পুত্র।মো: নাসির উদ্দীন (৪৫) এওচিয়া ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড এলাকার -মৃত মফজুল আহমেদের পুত্র।

    অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ফারিস্তা করিম।অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন,স্যানিটারি ইন্সপেক্টর জনাব সরোয়ার কামাল, সাতকানিয়া আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন পারভেজ সহ তার টিম, সাতকানিয়া থানার পুলিশ সদস্য বৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।

    ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়ার দেওদিঘী বাজারের পূর্ব পাশে একটি বাসায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।অভিযানে বাসার একটি কক্ষে তেলের ২টি ট্যাংক সহ প্রায় ৩৫০০ লিটার খোলা ও বোতলজাত তেল পাওয়া যায় যার মোড়কে বিএসটিআই এর অনুমোদন সহ পণ্যের মোড়কের জন্য নির্ধারিত তথ্যসমূহ অনুপস্থিত। বাসার কক্ষসমূহে সয়াবিন তেল অস্বাস্থ্যকর পরিবেশে ওজনে কম দিয়ে অবৈধ প্রক্রিয়ায় প্যাকেজিং করে রুপচান নামে সাতকানিয়ার বিভিন্ন দোকানে সাপ্লাই করা হয়। কক্ষগুলোতে প্রায় ৬৮০০টি এক ও ২ লিটার এর খালি প্লাস্টিক বোতল ও লেবেল সহ ড্রামে তেল পাওয়া যায়।বাসাটি থেকে ৩৫০০ লিটার পরিমাণ তেলের বোতল জব্দ করা হয় এবং তিনটি কক্ষে খালি বোতল সমূহ, তেলের ড্রাম,মোটর সহ সিলগালা করে দেয়া হয়।অভিযানে উক্ত বাসায় তেলের ব্যবসা পরিচালনাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জন্য স্যানিটারি ইন্সপেক্টর কে নির্দেশনা দেয়া হয়।

    এ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম বলেন,ভেজাল বন্ধে প্রায়ই অভিযান চালানো হচ্ছে। বিভিন্নভাবে সচেতন ও সতর্ক করা হচ্ছে। আমরা বিষয়টি আরও খোঁজখবর নেব। জনস্বার্থে এই অভিযান অব্যাহত রাখা হবে।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page