নুরুল আবছার চৌধুরী,নিজস্ব প্রতিবেদক >>> পেশাদার সাংবাদিকদের সংগঠন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে উপজেলা বিএনপির সদস্য সচিব এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু আহমেদ হাসনাত। গতকাল শুক্রবার বিকালে প্রেস ক্লাবের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় আবু আহমেদ হাসনাত বলেন, সাংবাদিকরা হচ্ছেন সমাজের আয়না। তাদের লেখনীর সাহায্যে উপকৃত হয়, সমাজ, দেশ জাতী। রাঙ্গুনিয়ার উন্নয়ন এবং অগ্রযাত্রায় প্রেস ক্লাবের সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য।”দলের পক্ষ থেকে নয় বরং ব্যক্তি উদ্যোগে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময়ে গিয়েছেন বলে জানান তিনি। এসময় আসন্ন সাংসদ নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “দলের জন্য কাজ করেছি, জেল জুলুম সয়েছি। রাঙ্গুনিয়ার মানুষ আমাকে ভালবাসা বলেইচ দলের কঠিন দু:সময়ে তাদের মূল্যবান ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে মানুষের সেবা করার সুযোগ পেয়েছি। ২০১৮ সালের জাতীয় নির্বাচনে দলের মনোনয়ন পেয়েছিলাম। সামনেও মনোনয়ন চাইব। দলীয় মনোনয়ন না পেলেও দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে কাজ করবো”।রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ইলিয়াস তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বিএনপি নেতা মো. গোলাম ফারুক, রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আলী, আকাশ আহমেদ, পান্থ নিবাস বড়ুয়া, শান্তি রঞ্জন চাকমা, আব্বাস হোসাইন আফতাব, এম মতিন, মোয়াজ্জেম হোসেন কায়সার প্রমুখ।
মন্তব্য