সরাইল উপজেলা, প্রতিনিধি,>>> সরাইল উপজেলার উচালিয়াপাড়া মোড়ে মাছ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাগদা চিংড়িতে জেলি ও ভেজাল পদার্থ পুশ করার অপরাধে মোঃ উদয় (২৫), পিতাঃ রজব আলী, বেপারিপাড়া উদয় মিয়া গেপ্তার। গেপ্তারের পাশাপাশি মো: উদয় মিয়াকে এক লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের জেল প্রদান করেন জনাব মোঃ মোশারফ হোসাইন, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিব ম্যাজিস্ট্রেট সরাইল, ব্রাহ্মণবাড়িয়। অভিযান চলাকালীন তিনি সকল মাছ বিক্রেতাদের উদ্দেশ্য বলেন যত দিন আমি সরাইলে আছি। এই বেজাল পদার্থে বিরুদ্ধে কঠোর অভিযান চলমান থাকবে। সাধারণ মানুষের কাছ থেকে জানতে পারি, সাধারণ জনগণ চায় ভেজাল ও অপরাধীদের বিরোদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকুক এমনটাই প্রত্যাশা।
মন্তব্য