১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • সাহিত্য
  • সময়েরও প্রাণ আছে
  • সময়েরও প্রাণ আছে

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    প্রিয়াংকা নিয়োগী কোচবিহার,ভারত

    সময়েরও প্রাণ আছে,তাই সময়েরও দাম আছে।
    সময়ের ও অস্তিত্ব আছে, তড়িঘড়ি সাথ দেওয়ার থাকে।
    সময়ও জীবন্ত,
    সময়ের সাথে বন্ধুত্বে পাওয়া যায়,
    নিজেকে আবিষ্কারের নামাঙ্কিত।
    পাওয়া যায় কি চাই! কি চাই না!
    সুদূর ভবিষ্যতে প্রফুল্লিত হওয়ার ভাবনা।
    সময়ের সাথে বেইমানি করলে সময়ও করবে বেইমানি,
    সময়ের সাথে বন্ধুত্বে হবে অমূল্য রত্ন খানি।
    সময় কথা বলে শাসন করে,শুনতে পাওয়া যায় কি তার শাসন!
    দেখতে পাওয়া যায় কি তার চোখ রাঙানি, সতর্কতার বন্ধন!
    ধরতে পারা যায় কি সময়ের ইঙ্গিত!অনুভূত হয় কি সময়ের স্পন্দন!
    সময় অনন্তকাল জীবন্ত, বন্ধনে দেবে অমরত্ব।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page