মোঃ দেলোয়ার হোসেন সিদ্দিকী মহানগর,রংপুর।
আসুন হিংসা বিভেদ ভুলে
সঠিক পথের সন্ধান করি
সত্যের পক্ষে কথা বলি
সকলে মিলে ঐক্য গড়ি।
মানবাধিকার প্রতিষ্ঠা করি
মর্ম বুঝে শুনে কর্ম করি
অসাম্প্রদায়িক চেতনায়
ন্যায় নিষ্ঠার সমাজ গড়ি।
সকল ধর্মই সত্য বলে
বিশ্বাস করে ধারণ করি
মানবতা আসবে ফিরে
মানসিকতার পরিবর্তন হলে।
এক কাতারে সবাই মিলে
সত্য ন্যায়ের পক্ষে কথা বলি
নিজের অধিকার আদায়ে
সবাই মিলে আওয়াজ তুলি।
মন্তব্য