কলমে ঃ-নাজিম উদ্দিন।
*******************
আজকালকার সন্তানেরা
প্রায় বদলে গেছে,
আগের মত সন্তানেরা
থাকে না আর কাছে।
সন্তানেরা বিবেক বুদ্ধি
হারিয়ে ফেলেছে,
মনে হয় ছেলে মেয়ে
ডিজিটাল হয়েছে।
বাবা-মার ত্যাগ তারা
ভুলে গিয়েছে,
সোনা ছেড়ে তামা তারা,
কুড়িয়ে নিয়েছে।
একান্নবর্তী সংসার এখন
কম দেখা যায়,
বিয়ের পর ভিন্ন হয়
বউদের কথায়।
বাবা মারা কষ্ট পায়
এই কারণে,
ধুকে ধুঁকে মরে তারা
তাদের স্মরণে।
আত্মহত্যা করে কেউ
মনের দুখে,
ফুটপাতে মরে কেউ
নানা অসুখে।
—————————–
মন্তব্য