মোঃ আঃ লতিফ মিয়া সখীপুর,(টাঙ্গাইল) প্রতিনিধি >>> টাঙ্গাইলের সখিপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের মহানন্দপুর বাজারের ঔষধ ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠেছে।ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়,গত রবিবার দিবাগত রাতে ইফতারের পরে এ ঘটনা ঘটে।মামলার বাদী মহানন্দপুর বাজার এলাকার হযরত আলীর মেয়ে (ছদ্মনাম)নাজমা আক্তার।নাজমা জানায়,রোজা রেখে ইফতারের পর শারীরিকভাবে অসুস্থ হলে মাহমুদা ফার্মেসীতে ঔষধের জন্য যাই। একই এলাকার মাহমুদা ফার্মেসী সত্ত্বাধিকারী আমজাদ আলী ছেলে পল্লী চিকিৎসক মঞ্জুরুল বারী মজনু(৫২) দোকানে কিছুক্ষণ বসতে বলে। আমাকে মজনু বলে তারাবি নামাজ পড়তে যাবো। কিন্তু বাজারের লোকজন কমে গেলে সুযোগ বুঝে দোকানের সার্টার নামিয়ে মুখ চেপে ধরে। পরে আমাকে জোরপূর্বক ফার্মেসীর বিছানায় নিয়ে ধর্ষণ করে। দুই সন্তানের জননী নাজমা জানায়,অভিযুক্ত মজনু আমাকে নানানভাবে ভয়ভীতি দেখায়। আমি শারীরিক গুরুত্বর অসুস্থ হলে পরিবারের কাছে জানাই। বাতিজা মজনু আমার এমন সর্বনাশ করবে কোনদিনও ভাবিনি। আমি এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।এবিষয়ে সখিপুর থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন জানান,ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। তিনি আরও বলেন,ঘটনা তদন্ত সাপেক্ষে অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা করা হবে।
মন্তব্য