সাইফুল ইসলাম নিজস্ব প্রতিবেদক
শ্রীমঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলা বধ্যভূমি শ্রীমঙ্গলের বধ্যভূমি। সবুজের নিসর্গে ভরা চা বাগান ছাড়াও এখানে রয়েছে অসংখ্য চা বাগান,চায়ের রাজধানী শ্রীমঙ্গল, সাত রঙের চা,বিল আর ছড়া। আরোও সেখানে রয়েছে দেশি- বিদেশি পাখির অভয়ারণ্য।এখানকার অন্যতম আকর্ষণ চা বাগান ছাড়াও রয়েছে লাউয়াছড়া জাতীয় উদ্যান, খাসিয়াপুঞ্জি ও খাসিয়াদের পানের বরজ, মণিপুরীপাড়া, মণিপুরী তাঁতশিল্প, ডিনস্টন সিমেট্রি, চা জাদুঘর, বিটিআরআই, বন্যপ্রাণী, অসংখ্য রাবার বাগান, লেবু ও আনারস বাগানসহ অর্ধশত দর্শনীয় পর্যটন স্পট।তবে এতোসব কিছুর মধ্যেও রয়েছে শহরের ভানুগাছ সড়কে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সেক্টর হেড কোয়ার্টার সংলগ্ন ভুরভুরিয়া ছড়ার পাশে অবস্থিত বধ্যভূমি’৭১ পার্কটি। এটি এখন শ্রীমঙ্গল শহরের অন্যতম বধ্যভূমি।প্রতিদিনই দর্শনার্থীরা এখানে আসলেও ছুটির দিনসহ বছরের বিশেষ দিনগুলোতে পর্যটকের ঢল নামে।ঢাকা থেকে শ্রীমঙ্গল বেড়াতে এসে বধ্যভূমি’৭১ দেখতে আসা ,আব্দুল্লাহ আল মারুফ সম্পাদক ও প্রকাশক বাংলাদেশ সংবাদ প্রতিদিন,সাইফুল ইসলাম ব্যবস্থাপনা সম্পাদক’বাংলাদেশ সংবাদ প্রতিদিনের, দৈনিক বাংলাদেশ সমাচার”পত্রিকার ঢাকা রিপোর্টারসহ, দৈনিক এই আমার দেশ’পত্রিকার বিশেষ প্রতিনিধি ও’দৈনিক মৌলভীবাজার বার্তা’জুড়ী প্রতিনিধি,এবং জুড়ী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক। মোহাম্মদ জিয়াউর রহমান দৈনিক বাংলাদেশ সমাচার স্টাফ রিপোর্টার প্রমুখ।
মন্তব্য