কামরুজ্জামান
রোদে, অক্লান্ত পরিশ্রমে,
ঘাম ঝড়ে জোগান অন্ন।
সামান্ন মজুরীর দিয়ে,
যাদের তুচ্ছ চোখে দেখো।
চিনেন কি তবে তাদের?
মজুরী ফাকি দিয়ে,
ক্ষমতায় দাবিয়ে রখ,
চিনেন কি তাদের?
তারাই কৃষান তারাই শ্রমিক
হ্যা ভাই তারাই তো মজলুম।
শোষকের দল! কে দিয়েছে বল?
জান কি তবে তাদের সম্মান?
ঘাম শুকানোর আগে দাও মজুরী,
নবীজি হাদিসে ফরমান।
করো না’ত হেলা কেটে যাবে বেলা
ঘনিয়ে অসবে অন্ধকার।
তবে ধনীর দুলালেরও বইতে হইবে
নিজেই নিজের ভাড়।











মন্তব্য