সুনামগঞ্জ প্রতিনিধি>>> দেশ ও জাতির কল্যাণে উলামায়ে কেরামের অবদান ও সেস্বরচারী শেখ হাসিনার পতনে ২য় বারের মত দেশ স্বাধীন হওয়ায় শুকরানা ও শহীদদের মাগফেরাত কামনায় দোয়া মাফিলল অনুষ্ঠিত হয়েছে।বুধবার বিকেলে ৪ টায় মুহাদ্দিসে গাজীনগরী ফাউন্ডেশন বাংলাদেশ সুনামগঞ্জ পৌর শাখার উদ্দ্যেগে রৌজ গার্ডেন হোটেলে এ মাহফিল অনুষ্ঠিত হয়।মহাসচিব আযাদ্বীনী এদারা এর মহাসচিব শায়েখ মাওলানা আব্দুল বছির,সভাপতিত্বে ও মুফতি তোফাজ্জুল হক ও আহমদ শফি’র যৌথ পরিচালনায় উক্ত মাহফিলে বক্তব্য রাখেন মুফতি মোবাশি^ও আলী বর্মাত্তরী, মাওলানা রফিক আহমদ উলাসনগনী,মাওলানা রুকন উদ্দিন, মুফতি আজির উদ্দিন, হাফেজ মাওলানা নুর হোসেন, শাওখুল হাদিস মাওলানা আব্দুল্লাহ খান প্রমুখ।
মন্তব্য