” মুকুল রাজ “
হিটলার হতে আসেনি,
এসেছি পারতন্ত্রাকে পরাজয় করতে।
এসেছি পশ্চাদরর্তিতা যারা,তাদের কথা বলতে।
যারা টগবগে তরুণদের গণতন্ত্রকে চর্চা করতে দেয় না,
দহনে দ্বন্ধ সমাজে এনে দেয় বিশৃঙ্খলা।
তাদের অবসান নিপাতনের কথা বলতে এসেছি।
বন্ধনমোচন করে,
সবার অধিকৃতি আদায়ের কথা বলতে এসেছি।
পীড়ন,অভিশংসন,ধৃষ্টতা বর্বরতা,
সবাই পাক সমান স্বাধীনতা,
আমি বলতে এসেছি সেই সব সাধারণ মানুষের কথা।











মন্তব্য