মোঃ কাজী আব্দুল্লা হিল আল কাফী
শূন্য দিয়ে শুরু আমার
শূন্য দিয়ে শেষ,
শূন্য আমার সুখে দুখে
শূন্য যেন বেশ।
শূন্য আমার চলাফেরা
শূন্য সব কিছু,
শূন্য আমার সঙ্গী সাথী
শূন্য থাকে পিছু।
শূন্য নিয়ে ই স্বপ্ন দেখি
শূন্য নিয়ে সাধনা,
শূন্য দিয়ে শুরু করে ই
শূন্য হয় বাসনা।
শূন্য যেন জীবন সাথী
শূন্য সকল আশা,
শূন্য নিয়ে সারা জীবন
শূন্য বাঁধে বাসা।











মন্তব্য