আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক>>>চট্টগ্রাম সাতকানিয়া শীত নিবারণের জন্য রাতের বেলায় উপজেলার বিভিন্ন রাস্তায় শুয়ে থাকা দিনমজুর,ফুটপাতে বসবাসকারী,ভ্যানচালক,হাসপাতাল,ও ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস।সোমবার (৬ জানুয়ারী ) শীতার্ত ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াতে রাত ১১ টা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার,কেঁওচিয়া ও কালিয়াইশ,কেরানীহাট রাস্তার মাথা, মৌলভীর দোকান ও বিওসী মোড় এলাকায় শীতার্ত অসহায় মানুষের মাঝে,উপজেলা প্রশাসনের পক্ষ হতে,এলাকায় ঘুরে ঘুরে তিনি শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন,উপজেলার নির্বাহী অফিসার,মিল্টন বিশ্বাস।জানা যায়,চট্টগ্রাম বিভাগের দক্ষিণ অঞ্চল থেকে শত শত দিনমজুর কাজের উদ্দেশ্যে উপজেলার বিভিন্ন স্থানে এসেছে। সারা দিন কাজ শেষে তারা বিভিন্ন রাস্তা,অফিস ও মার্কেটের বারান্দায় উন্মুক্ত স্থানে রাত্রীযাপন করেন।শীতের রাতে তাদের কষ্টের কথা ভেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস রাতে কম্বল নিয়ে হাজির হন তাদের কাছে।তারা উপজেলার বিভিন্ন এলাকায় উন্মুক্ত স্থানে শুয়ে থাকা প্রায় শতাধিক দিনমজুর এবং ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার, মিল্টন বিশ্বাস জানান,শীতার্ত মানুষের জন্য সরকার থেকে যে বরাদ্দ পেয়েছি,সেগুলোই আমরা বিতরণ করছি ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে।আমরা আরো বিতরণ করব।উপজেলার জন্য মোট বরাদ্দের মধ্যে ২২ শত কম্বল আমরা হাতে পেয়েছি,তা থেকে উপজেলার ১৭ টি ইউনিয়ন পরিষদের মেম্বারদের মাধ্যমে বিতরণ করা হচ্ছে।এছাড়াও বিভিন্ন বাজারের নৈশপ্রহরী ও ছিন্নমূলসহ প্রকৃত শীতার্তদের মাঝে বিতরণ করেছি।যদি আরো বরাদ্দ পাই তাহলে এই বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
মন্তব্য