জিয়া (নরসিংদী) শিবপুর প্রতিনিধি >>> নরসিংদীর শিবপুরে বাড়ৈআলগী ছাত্র সমাজের উদ্যোগে ঐতিহ্যবাহী কাছিটান ও মোরগের লড়াই খেলা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে বাড়ৈআলগী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব খেলা অনুষ্ঠিত হয়।উপস্থিত ছিলেন উক্ত খেলার প্রধান অতিথি উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদার (কালামিয়া) এর প্রতিনিধি শিবপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল আমিন রিকাবদার জাহান।শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত হয়ে খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন ইটাখোলার বিশিষ্ট ব্যবসায়ী, গাজী ফিশ ফিডের প্রোপাইটার মো: কিবরিয়া গাজী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: এ কে এম সাইফুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন নরসিংদী আদালতের এপিপি আক্তার হোসেন মৃধা, তেলিয়া ঝাওয়াকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সাদত আলী, ডেলটা লাইফ ইন্সুরেন্সের পরিচালক জবান মিয়া (জামান), শিবপুর উপজেলা যুবদল নেতা স্বপন ভূইয়া, পুটিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো: আপেল মিয়া, সাবেক যুবদল নেতা মামুন খন্দকার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কারী আহসান।খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মন্তব্য