কলমে:-নাজিম উদ্দিন।
চন্দ্রমুখী নাম মেয়েটির
চাঁদের মত মুখ,
ছোট কালে বিয়ে হয়েছে
পায়নি সে তো সুখ।
গরিব ঘরে বিয়ে হয়েছে
স্বামী দিনমজুর,
প্রতিবছর বাচ্চা নিতে
করেনি কসুর।
ভরপেট খেতে পায় না
অভুক্ত রয়,
নানা রোগ হয় তার
নাই কোন উপায়।
ব্যাধি হয়ে স্বামী তার
হঠাৎ গেল মরে,
ছেলেমেয়ে নিয়ে মেয়েটি
একা হলো ঘরে।
পরের ঘরে কাজ করে
কোনরকম খায়,
একদিন সেই মেয়েটি
হঠাৎ মারা যায়।
সেই থেকে ছেলেমেয়েরা
এতিম হয়ে গেল,
কম বয়সে বিয়ের ফল
হাতেনাতে পেল।
চন্দ্রমুখীর জীবন থেকে
শিক্ষা তুমি নাও,
আঠারো বছর পার হলে
তবে বিয়ে দাও।
মন্তব্য