মোঃ দেলোয়ার হোসেন সিদ্দিকী
মহানগর,রংপুর
যত দুর্নীতিবাজ চোর ঘুষখোর
ভরে গেছে আমার সোনার দেশটা
জানিনা কতদিন চলবে হবে কবে শেষ
মুক্তি পেতে চাই এই সোনার বাংলাদেশ।
টাকা চাই সুখ শান্তি চাই আরো স্বাধীনতা
মতামত প্রকাশ করতে আর চাই নিরাপত্তা
আরো চাই নাগরিক অধিকারের ক্ষমতা
চোরে চোরে গলাগলি মার খায় জনতা।
ব্যবসায়ে কারসাজি চড়া দাম জিনিসের
নাকিনে ভুলে গেছি স্বাদ কেমন ইলিশের।
নীতি কথায় লুকিয়ে আছে বহু দুর্নীতি
শাসক শ্রেণি শোষণ করে হয় দানবীর।
ধর্মকে কর্মে পুঁজি করে উঁচুতে নিজ শির
মনে চায় ধরে ধরে ফেলি ওদের চিপাতে
লড়াই হোক এবার দুর্নীতি যাক নিপাতে
লড়াই করে বাঁচতে চাই সোনার বাংলায়।
মন্তব্য