আবুল হাশেম রাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ>>>
র্যাব-৫, একটি অপারেশন দল ২৬ জুন ২০২৩ ইং তারিখ ১২:০৫ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন মহানন্দা টোলপ্লাজা ঘরের সামনে চাঁপাইনবাবগঞ্জ হতে শিবগঞ্জগামী পাঁকা রাস্তার উপর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গাঁজা-৫০ কেজি ৩০০ গ্রাম, প্রাইভেট কার- ১টি, গাড়ীর পেপার-১ সেট, (ঘ) মোবাইল ফোন- ৩টি, আসামী মোঃ নাজমুল হোসেন (৩১), পিতা-মোঃ সামছুল ইসলাম শেখ, মাতা-মৃত নাজমা বেগম, সাং-পূর্ব বোদ্য ডোলডোপ, থানা-সিরাজগঞ্জ সদর, জেলা-সিরাজগঞ্জ, মোছাঃ নাসরিন আক্তার (৩২), স্বামী-মোঃ মোক্তার হোসেন মোবারক, পিতা-মোঃ আব্দুল খালেক, সাং-গুফুরিয়া, ইউপি-কানসা, থানা-ঝিনাইগাতী, জেলা-শেরপুরদ্বয়কে হাতে নাতে গ্রেফতার করে।গাঁজার একটি বড় চালান আসা সংক্রান্ত গোপন তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেট কারে ৫০.৩ কেজি গাঁজাসহ দুজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত।উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য