২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফরিদপুরে মেজরের নামে বিকাশে ঘুষের টাকা লেনদেন,এসআইয়ের ভেল্কিবাজিতে ভুক্তভোগীর ৬০ হাজার টাকা উধাও পুঠিয়ায় অনৈতিক কাজে এসে স্থানীয়দের হাতে আটক নারী-পুরুষ সার সিন্ডিকেট বন্ধের দাবিতে তানোরে” কৃষক সমাবেশ” রাঙ্গুনিয়া আসনে এলডিপি’র মনোনয়ন আমরা পেয়েছি, জোটের মনোনয়নও পাবো-রাঙ্গুনিয়ায় বিশাল সমাবেশে সাবেক এমপি নুরুল আলম রাঙ্গুনিয়ার “শিলক মিনা গাজী টিলা ঐক্য পরিষদ” এর জনসভা অনুষ্ঠিত বিএডিসির ডাগওয়েল নির্মাণ: চট্টগ্রামে কাজ না করেই ২২ লাখ টাকা উত্তোলন রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা  রাজশাহীতে নিখোঁজের পর তরুণের লা’শ উদ্ধার রাজশাহীতে ৬৪ লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার ২ পার্বত্য চট্টগ্রামে খ্রিষ্টান রাষ্ট্র প্রতিষ্ঠার মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা 
  • রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা 

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    সোহেল রানা,প্রতিনিধি >>> রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্যসেবা বিভাগের যৌথ ব্যবস্থাপনায় পরিচালিত রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ে জেনারেল হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়েছে। স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম ফিতা কাটার মাধ্যমে উন্মুক্তকরণের শুভ সুচনা ঘোষণা করেন।শনিবার (২৫ অক্টোবর) দুপুর ১.০০ টায় পশ্চিমাঞ্চল বাংলাদেশ রেলওয়ে চিকিৎসা বিভাগের রেলওয়ে হাসপাতাল, রাজশাহী সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে রাজশাহী রেলওয়ে জেনারেল হাসপাতাল নামে পরিচালনার জন্য শুভ উদ্বোধন করা হয়। হাসপাতালটি রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্য সেবা বিভাগের যৌথ ব্যবস্থাপনায় পরিচালিত হবে। ইতিমধ্যে ০৪ জন চিকিৎসক ০১ জন মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব) এবং ১০ জন নার্স পদায়ন করা হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ ফাহিমুল ইসলাম,স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান, বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক মো: আফজাল হোসেন,স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা: মোঃ আবু জাফর,   রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ রুপম আনোয়ার,   মোঃ জিয়াউল হক, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ড. জয়নাল আবেদীন, পশ্চিমাঞ্চল রেলওয়ে মহাব্যবস্থাপক  ফরিদ আহমেদ প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ রেলপথ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, বাংলাদেশ রেলওয়ে ও স্বাস্থ্য অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।এসময় রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবরা বলেন, রাজশাহীর রেলওয়ে জেনারেল হাসপাতাল বাংলাদেশ রেলওয়েতে কর্মরত জনবলের পাশাপাশি স্থানীয় লোকেজনের স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন তাঁরা। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌছে দিতেই এমন উদ্দ্যোগ নেওয়া হয়েছে বলেও নিশ্চিত করেন স্বাস্থ্য সচিব। আগের চেয়ে আরও উন্নত সেবা পাবে রেলওয়েতে কর্মরত জনবলসহ সাধারণ মানুষ এমনটাই প্রত্যাশা করেন দুই সচিব।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page