কলমে:-নাজিম উদ্দিন।
তাং:-০৪/০৪/২০২৪খ্রিষ্টাব্দ।
—————————————
রুহু তুমি চলে গেলে
আমায় ফেলে একা,
কবরেতে শুয়ে আছি
আর হবে কি দেখা!
পোকামাকড় খেয়ে নিল
এই দেহখানি,
তোমার তাতে যায় আসে না
সেটা আমি জানি।
তুমি আমায় খুঁজে নিবে
কেয়ামতের মাঠে,
শেষ বিচারে দাঁড় করাবে
আল্লাহর হুকুম বটে।
জাহান্নামের যাত্রী হলে
তুমিও যাবে সাথে,
আজাব যদি নেমে আসে
কষ্ট পাবে তাতে!
আমার রুহু আমার সাথে
সব সময় রবে,
সুখে দুঃখে সব সময়
আমার সঙ্গী হবে।
***********************











মন্তব্য