কবি ও লেখক সৈয়দা রুবীনা
স্বর – ব্যঞ্জনে আজ মাতম তুলেছে মায়ের কোল
বাতাসে বারুদ ও কাঁদানে গ্যাস
ঝাঁপিয়ে পড়ে কেড়ে নিয়েছে বোল,
মায়ের আঁচলে মাতম,আজ রক্ত ভেজা অঞ্চল
হলো কোটা সংস্কার রক্তে ভেজায়ে মায়ের কোল ।
বুক চিতিয়ে ওরা চব্বিশের উত্তাল,দে সামাল
সাঈদ,ফারহান ওরে মুগ্ধ,রুদ্র
ইয়ামীন ওরা সবুজের দল,
বুলেট বিঁধেও আসবেই পানি হাতে,দে সামাল
পাথর বুকে আজ অগুণিতো মায়ের আল্লাহ সম্বল ।
বলবো কত নাম ?জবার রক্তে হয়নিকো লাল
আনাচে-কানাচে মানুষের রক্ত
রক্তে রক্তে আজ সাগর উত্তাল,
হেলিকপ্টারের গুলিতে রিয়া বউ সেজেছে লাল
ঐ বেখেয়ালি,খাইলো বুলবুলি, দেশ দে সামাল !
অক্ষরবৃত্ত ও মুক্তকছন্দে রুবীলিক কবিতাটি প্রতি লাইনে
বর্ণসংখ্যা : ১৮ + ১২ + ১২ + ১৮ + ১৮
বিঃদ্রঃ আসসালামু আলাইকুম।জানি না পোস্ট হবে কি না।সমসাময়িক লেখাগুলো নেটের জন্য পোস্ট সম্ভব হয়নি
মন্তব্য :কোনো দল করি না আমি,সারাজীবন সরকারি ভাত খেয়েছি, কিন্তু অন্যায়কে বলেছি,না ।
সময়ের কাজ সময়ে করলে জীবনের ঝুঁকি থাকে না । পেটের ক্ষুধা না মেটালেও শরীরে হয় অকেজো। তাই মানুষ আমরা বুঝি পেটের ক্ষুধা মেটানো,সেটা ঠিক সময়েই।
নিজ ঘরের প্রতি লক্ষ্য না রাখলে আরেকজন সিঁদ কেটে নিয়ে যাবে।সময়ের তালে তালে সবকিছুই পরিবর্তন পরিমার্জনেই দেশ এগিয়ে যায় ।
মন্তব্য