মুরাদুল ইসলাম মুরাদ কুড়িগ্রাম প্রতিনিধিঃ>>>
কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় ৭৪ তম আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন রাজীবপুর উপজেলা আওয়ামী লীগ। সকাল নয় টায় দলীয় কার্যালয় জাতীয় দলীয় পতাকা উত্তোলন করে একটি আনন্দ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাজীবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ছক্কু উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরো, আজিম উদ্দিন মাষ্টার রফিকুল ইসলাম মুকুল, গোলাম কিবরিয়া সহ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, ছাত্র লীগের নেতা কর্মী প্রমুখ। এ সময় দলের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে দলীয় কার্যালয় কেক কাটেন।এসময় বক্তারা বলেনআওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৪৯ সালের এই দিনে পুরনো ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়। বাঙালি জাতির ওপর পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর অত্যাচার, নির্যাতন, চরম অবহেলা ও দুঃশাসনে নিষ্পেষিত বাংলার জনগণের মুক্তি ও অধিকার প্রতিষ্ঠায় প্রতিষ্ঠিত হয় আওয়ামী লীগ।
মন্তব্য