রৌমারি(কুড়িগ্রাম) প্রতিনিধি>>>কুড়িগ্রামের রৌমারি-রাজিবপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে অমর ২১ শে ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়।২১ শে ফেব্রুয়ারী বুধবার দিবাগত রাত ১২.০১ মিনিটে রৌমারি-রাজিবপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তপক অর্পণের মাধ্যমে দিবসটি পালন করা হয়।স্ব স্ব উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এবারের ২১শে ফেব্রুয়ারীর আয়োজন করেন উপজেলা প্রশাসন।এসময়ে উপস্থিত ছিলেন ২৮ কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য বিপ্লব হাসান পলাশ,রাজিবপুর উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরো,উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ, সহকারী ভূমি কমিশনার মাহমুদুল হাসান,রাজিবপুর থানা ইনচার্জ আশিকুর রহমান,রাজিবপুর ফায়ার সার্ভিসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ, এছাড়া রাজনৈতিক প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শফিউল আলম,উপজেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক,সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হামিদুর রহমান,কৃষকলীগের আহ্বাক করিম চাষী,ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেত্রীবৃন্দ।রৌমারি-রাজিবপুর প্রেসক্লাবের পক্ষ থেকে বিভিন্ন প্রিন্ট,ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষে থেকে শিক্ষার্থীরা স্ব স্ব উপজেলায় শহীদ মিনারে ফুল দিয়ে শহিদদের স্মরণ করেন।
মন্তব্য