সোহেল রানা,প্রতিনিধি >>> রাজশাহী-ঢাকা রুটে চলাচলকারী বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি বগি ও ঢালারচর এক্সপ্রেস দুইটি বগি সংঘর্ষের লাইনচ্যুত হয় মোট তিনটি বগি আজ ২১ অক্টোবর ২০২৫ (সন্ধ্যা ৬টায়) রাজশাহী রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।প্রদক্ষদর্শী সূত্রে জানা যায়, কর্তব্য অবহেলায় এই ঘটনা ঘটে । বনলতায় দুইটা বগি ছিল ৫ নং প্ল্যাটফর্মে। অপরদিকে ওয়াশপ্লেট থেকে ঢালারচর এক্সপ্রেস প্ল্যাটফর্মে প্লেস করার সময় হঠাৎ ৫ নং প্ল্যাটফর্ম থেকে বনলতার দুইটা বগি চাকায় জাম না দেওয়ায় এসে ধাক্কা দেয় ।
। বিস্তারিত আসছে……….
মন্তব্য