সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি >>> রাজশাহীর তানোর উপজেলার বরেন্দ্র অঞ্চল গুলোতে গাছে, গাছে উঁকি দিচ্ছে আমের মুকুল। আমের মুকুলের বাতাসে সুগন্ধ ছড়াচ্ছে। মুকুলের মিষ্টি সুবাসে উদ্ববেলিত করে তুলছে মানুষের মনও। সেই সাথে আম মুকুল যেন প্রকৃতিকে সাজিয়েছে এক অপুরুপ সাজে। হলুদ আর সবুজের সমারোহ যেন এক মহামিলনের মোহনা হয়ে আছে। মৌমাছিরা দল বেঁধে গুনগুন শব্দে মনের আনন্দে আমের মুকুলের মধু সংগ্রহ করতে শুরু করেছে। গাছে, গাছে আমের মুকুল দেখা যাওয়ায় চাষিরা আশায় বুকবেঁধেছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবছর আমের বাম্পার।
মন্তব্য