সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি >>> পূর্ব বিরোধের জের রাজশাহীর মোহনপুর এলাকা থেকে আলতাব হোসেন (৫৩) অপহরণের ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় দুই গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত আসামিরা হলেন, মো. রাসেল (২৪) ও মো.শরিফুল ইসলাম।মঙ্গলবার রাতে র্যাব-১০,সিপিসি-৩ ফরিদপুর ও র্যাব-৫ এর সদস্যরা তাদের গ্রেফতার করে।বুধবার(২৬ মার্চ) দুপুরে র্যাব-১০,সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিদ্দিকুর রহমান সুমন গ্রেফতারের তথ্য জানান।তিনি জানান,গত ৯ মার্চ রাতে রাজশাহীর জেলার মোহনপুর থানার ধুরইল বিলে ভিকটিম আলতাব হোসেন (৫৩) গভীর নলকূপ (ডিপ) হতে জমিতে পানি নেওয়ার জন্য গেলে আসামী মো. রাসেল (২৪) ও মো. শরিফুল ইসলামসহ (৩৫) অপরাপর আসামীগণ বাড়ির রাস্তা নিয়ে বিরোধের জেরে হত্যার উদ্দেশ্য অপহরণ করে নিয়ে যায়।এ ঘটনায় ভিকটিমের ছেলে মো.আতাউর রহমান (২৫) রাজশাহী জেলার মোহনপুর থানায় একটি মামলা দায়ের করেন।এ মামলার তদন্তকারী কর্মকর্তা অধিযাচনপত্রের ভিত্তিতে র্যাব-৫ ও র্যাব-১০ এর সদস্যরা আসামিদের আইনের আওয়ায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গতরাতে ফরিদপুর জেলার সালথা থানাধীন সিংহ পোতাপ এলাকা থেকে রাসেল ও শরীফুলকে গ্রেফতার করা হয়গ্রেফতারক্ত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য