মোঃআল-আমিন হোসেন,রাজশাহী>>>মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য, এমনি মহতি কাজ করছেন বাংলাদেশ জামায়াত ইসলামি।রাজশাহীতে গত ৫আগস্ট এ গুলিবিদ্ধ আহত মোঃ আব্দুল আলিম দুলালের মহানগরীতে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন জামায়াতে ইসলামী।গতকাল মঙ্গলবার (৭জানুয়ারি)রাতে মহানগরীর রাজশাহী ২নং ওয়ার্ডের হড়গ্রাম আশ্রয়ন (উত্তর মোল্লাপাড়া)এসব বিতরণ করেন দলটির স্থানীয় নেতারা।রাজশাহীতে গত ৫আগষ্ট সরকার পতনের ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিলেন মোঃ আব্দুল আলীম দুলাল। সেই সংঘর্ষে আওয়ামী লীগের গুলিতে তার ডান পায়ে গুলি লেগে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন।ঘটনাস্থল থেকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসার পর তিনি বাড়ি ফিরেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী সে আর ভারি কাজ করতে পারবে না। দীর্ঘদিন অসুস্থ থাকার পর বর্তমানে আব্দুল আলিম সুস্থ হলেও তার পক্ষে ভারি কাজ- কাম করা সম্ভব না।কিন্তুু জীবন তো আর থেমে থাকে না,এমন সময় তার পাশে এগিয়ে আসে বাংলাদেশ জামায়াতে ইসলামী,জীবিকার জন্য উপহার হিসেবে কিনে দেন ব্যটারী চালিত অটো রিক্সা।এসময় আব্দুল আলীম দুলাল বলেন,আমাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর পক্ষ থেকে অটো রিস্কা উপহার দিয়েছে আমি অটোরিকশা পেয়ে খুব খুশি।তিনি আর বলেন আমার মত এক অসহায় ব্যক্তিকে একটি কর্মসংস্থান করে দেওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীকে আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।আমি এখন নিজে অটোরিক্সা চালিয়ে সংসার চালাতে পারব।বাংলাদেশ জামায়াতে ইসলামী পক্ষ থেকে বলেন,আব্দুল আলীম দুলালের পাশে থেকে কর্মসংস্থান জন্য একটা অটোরিকশা উপহার দিয়েছি সেই সাথে আমরা তার চিকিৎসার সকল খরচ বহন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামীতে রাজশাহীসহ সারা বাংলাদেশের অসহায় মানুষের পাশে থাকবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের সাংগঠনিক সম্পাদক মোঃ জসীমউদ্দীন সরকার,এসিস্ট্যান্ট সেক্রেটারি শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহীর হাফেজ খায়রুল ইসলাম,এসিস্ট্যান্ট সেক্রেটারি শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহীর মো: শরিফুজ্জামান হাসান,শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মোঃ হাসিবুল আলম পরাগ,কাশিয়াডাংগা থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনে সভাপতিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য