মোংলা প্রতিনিধি >>> মোংলা বন্দর মেরিন এন্ড ইঞ্জিনিয়ারি ওয়ার্কশপ শ্রমিক-কর্মচারী সংঘের ত্রি-বার্ষিক নির্বাচন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সংগঠন কার্যালয়ে চলে ভোট গ্রহণ। এ নির্বাচনে ৮টি পদে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী করেন। আর ২৬৫ ভোটারের মধ্যে ২০৬ জন তাদের ভোটারাধিকার প্রয়োগ করেন। এ নির্বাচনে মোঃ রফিক সরদার সভাপতি ও মোঃ জাহিদুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া নিয়ে নির্বাচিত অপর নেতৃবৃন্দরা হলেন সহ-সভাপতি হয়েছেন নূর হোসেন, সহ-সাধারণ সম্পাদক হয়েছেন রিপন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ রনি মিয়া, সদস্য পারভেজ ও আয়তুল্লাহ।এ নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, পৌর বিএনপি নেতা মোঃ এমরান হোসেন ও রিয়াদ মাহমুদ। নির্বাচনকালীন উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, উপজেলা বিএনপি নেতা রুস্তম আলী শেখ ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম নূর জনি।
মন্তব্য