মোংলা (বাগেরহাট) প্রতিনিধি>>> মোংলায় বৈদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার সকালে পৌর শহরের মোর্শেদ সড়কের নিজ বাড়ীতে ইলেকট্রিক কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (২মে) সকালে পৌর শহরের মোর্শেদ সড়ক এলাকার মৃত আকব্বর মালের ছেলে মোঃ আলতাফ মাল (৪৩) নিজ বাড়ীতে কারেন্টের বোর্ডে মটরের সুইচের ত্রুটির মেরামতের চেষ্টা করছিলেন।এ সময় বৈদ্যুৎ স্পৃষ্ট হন সে।এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।তারপরে পরিবার তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।নিহত আলতাফ পেশায় একজন ভাড়ায় চালিত ইজিবাইক চালক ছিলেন।তার স্ত্রী,দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
মন্তব্য