মোংলা (বাগেরহাট) প্রতিনিধি>>> মোংলা বন্দরে অবস্থানরত বিদেশি জাহাজ থেকে চোরাচালানের মাধ্যমে পাচার করে আনা প্রায় অর্ধ কোটি টাকা মুল্যের ৪৩ টন ফার্নেস অয়েল আটক করেছে মোংলা কোস্ট গার্ড সদস্যরা।গোপন সূত্রে খবর পেয়ে ১জুন শনিবার গভীর রাতে মোংলা শহরের ১নং লেবার জেটি এলাকায় অভিযান চালিয়ে কোস্ট গার্ড সদস্যরা পাচার করে আনা এ বিপুল পরিমান ফার্নেস অয়েল জব্দ করে।কাস্টমসের ভেন্ডার লাইসেন্সের আড়ালে চোরবকারবারী চক্র বিদেশী জাহাজ থেকে এ ফার্নেস অয়েল পাচার করে এনেছিল বলে মোংলা কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুনতাসির ইবনে মহসীন হোসেন জানান।
মন্তব্য