কবি শাহাদাত হোসেন তালুকদার >>>
মোদের বাড়ি আমার ঘর
এদেশ প্রান্তর মাটি,
গর্বিত জাতি স্বাধীনতার সৈনিক
নিস্তব্ধ নিরবতায় কাটি।
ক্ষমতার দৌড়ে তন্ত্রের মন্ত্র
গলায় তাবিজ পড়ে,
জনগণের কপাল নির্মম অসম
গণতান্ত্রিক দূর্নীতির ডরে।
আরব বসন্তের ভীতিতে প্রাসাদ
সন্দেহ নেতৃত্বের বুকে,
হতেও পারে সত্য সংশয় মনে
ঘুরেফিরে মেজাজ কাঁপে।
উন্নয়ন গল্পে জেফ পকেট শুন্য
দ্রব্যমূল্যের ছুট আস্ফালন,
সীমাহীন কষ্টে জনজীবন অতিষ্ট
কখনো আর দেখিনি এমন।
সততা ক্লিষ্ট কর্মের অভাব
শিক্ষিতায় পরিপূর্ণ জাতি,
নিরাশ আহাঃ প্রজন্ম বাংলার
আমিত্বে তালগাছের গতি।
শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন জনতার
ভোটাধিকার চাহিবা যত,
ততো গুড়ে বালি প্রত্যাশার পাত্রে
ভোগান্তি কেন এত অবিরত?
জনগণের ভোট চোখের নিদর্শন
দুই জিরো জিরো ঐ আটের,
সুষ্টু নিরপেক্ষতা এখন হামাগুড়ির ফাঁদে
ফিরাবে কে আট পুনর্বার ?
আসল কথার মা বাপ পাইনা
অতীত ফিরে চাওয়া মানা।
পাতি নেতার দলের পদ লেহন উৎপাত
খাল কাটা কুমিরের হানা।
তারিখঃ ২১/১২/২০২৩ ইং
চট্টগ্রাম, বাংলাদেশ।











মন্তব্য