প্রেস বিজ্ঞপ্তি >>> ১৯৩২ সালের ২৩শে সেপ্টেম্বর পবিত্র মাদিনাতুল মানওয়রা মাক্কাতুল মাকাররামা কেবলা ও আরবভূমি দখলের ঘটনাকে স্মরণ করে বিশ্বজুড়ে সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠার জন্য অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবে বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব ২৩শে সেপ্টেম্বর “ইয়াওমে জুলুমাত” বা “আঁধার দিবস” পালন করে থাকে।
বিশ্বজুড়ে সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠার জন্য অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবে আগামী ২৩শে সেপ্টেম্বর “ইয়াওমে জুলুমাত” বা “আঁধার দিবস” পালন উপলক্ষ্যে বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব গুলশান কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠার জন্য অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেন, ১৯৩২ সালের ২৩ শে সেপ্টেম্বর কেবলাভূমি পবিত্র আল আরবে সৌদি গোত্রবাদি ওয়াবিবাদি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার (আঁধার দিবস) প্রেক্ষাপটে এবং ইরানে ইসলামী রাষ্ট্রের ছদ্মনামে দ্বীন বিকৃতিকারী বাতিল শিয়াবাদি উত্থান ও বিভিন্ন স্থানে ইসলাম ধ্বংসাত্মক বাতিল সালাফি মতবাদ ও অভিশপ্ত এজিদবাদি মোয়াবিয়াবাদি বাতিল খারেজি মতবাদের প্রাদুর্ভাব, দুনিয়ার বিভিন্ন স্থানে বিভিন্ন ধর্মের নামে অধর্ম উগ্রবাদি হিংস্র পাশবতার রাষ্ট্রীয় প্রতিষ্ঠা ও মানবতা বিধ্বংসী বস্তুবাদি বর্ণবাদি জাতীয়তাবাদি উগ্রবাদি অপশক্তির রাষ্ট্রীয় প্রতিষ্ঠার প্রেক্ষাপটে আকিদা-আধ্যাত্মিক-রাজনৈতিক সব ক্ষেত্রে সৃষ্ট দ্বীন – জীবন – মানবতার মহাসংকট ও মহা বিপর্যয়ের প্রেক্ষিতে ঈমান- দ্বীন- জীবন- রাষ্ট্র এবং সব ধর্মের মানবিক মূল্যবোধ ও মানবতা রক্ষায় ঐক্যবদ্ধ হউন।
একক ধর্ম ও একক জাতীয়তাবাদ ভিত্তিক সাম্প্রদায়িক উগ্রবাদি অপরাজনীতি ও একক গোষ্ঠীবাদি স্বৈর রাষ্ট্রব্যবস্থা মুলুকিয়তই সত্য ও মানবতার বিরুদ্ধ সকল ধ্বংসাত্মক অপশক্তি উৎস এবং মুক্তির উপায় –
ধর্মের মানবিক মূল্যবোধের ধারায় সর্বকল্যাণময় মানবতার রাজনীতি ও বস্তুর উর্ধ্বে মানবজীবন ও সব মানুষের জীবনের স্বীকৃতি অধিকারের ভিত্তিতে একক গোষ্ঠীর স্বৈরতামুক্ত অসাম্প্রদায়িক সর্বজনীন মানবতার রাষ্ট্র ও মুক্ত জীবনের মুক্ত দুনিয়া খেলাফতে ইনসানিয়াত (
খেলাফত তাওহীদ রেসালাত ভিত্তিক জীবন চেতনার আত্মিক ও জীবনের কাঠামো। মুলুকিয়ত তাওহীদ রেসালাত খেলাফত ইনসানিয়াতের বিপরীত চেতনার আঁধার কাঠামো, মুলুকিয়ত বস্তুবাদি মতবাদের চেতনার কাঠামো।
আল্লাহতাআলা হজরত আদম আলাইহিস সালামকে পাঠানোর আগেই খেলাফতের ঘোষণা দিয়ে পাঠিয়েছেন। ইন্নি জায়েলুন ফিল আরদে খলিফা। হজরত দাউদ ও সোলায়মান আলাইহুমাচ্ছালামের খেলাফত ঘোষণা করে আল্লাহতাআলা বলেছেন- ইয়া দাউদু ইন্না যাআলনাকা খালীফাতান ফিল আরদি।
কোনো নবী ই মুলুকিয়ত কায়েম করেন নি, করার প্রশ্নই আসেনা। সকল নবী রাসুল আলাইহিমুস সালাম মানবমন্ডলীকে খেলাফতে ইসলাম ও খেলাফতে ইনসানিয়াতের শিক্ষা দান করেছেন। সকল নবী রাসুল আলাইহিমুস সালাম মুলুকিয়তের বিরুদ্ধে শিক্ষা দান করছেন এবং মুলুকিয়তের বিরুদ্ধে সংগ্রাম করছেন।
মুলুকিয়ত কখনোই জায়েজ ছিলোনা বা থাকার প্রশ্নই আসেনা। খেলাফত তাওহীদ রেসালাতের মালিকানার কাঠামো যা বান্দাদেরকে প্রদত্ত মালিকানার মাধ্যমে এবং ঈমান এলেম রহমত ইনসাফ এহসান ও ইনসানিয়াতের প্রবাহধারা জারি রাখার মাধ্যমে প্রতিফলিত হয়।
================
ইসলামের মূল ধারা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রকৃত ধারার এ যুগের পূণরূজ্জীবনকারী
– আল্লামা ইমাম হায়াত
প্রতিষ্ঠাতাঃ ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট











মন্তব্য