রিপোর্টঃ রিয়াজুল ইসলাম কাওছার, ইতালি থেকে >>> বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলান এর উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৫ পালন করা হয়েছে।অগ্নিঝরা ১৯৭১ সালের ভয়াল ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংশতম হত্যাযজ্ঞে শহিদদের স্মরণে কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সশ্রদ্ধ চিত্তে এক মিনিটের নীরবতা পালন করেন। এরপর কনসাল (শ্রম) জনাব সাব্বির আহমেদ এবং দূতালয় প্রধান জনাব এ এস এম তাজ-উল-ইসলাম দিবসটি উপলক্ষ্যে মাননীয় প্রধান উপদেষ্টা কর্তৃক বাণী ইংরেজি ও বাংলায় পাঠ করেন।গণহত্যা দিবসের কর্মসূচির অংশ হিসেবে কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং উপস্থিত সেবাপ্রার্থীগণ ‘গণহত্যা দিবস’ বিষয়ে একটি আলোচনা সভায় অংশগ্রহণ করেন। এসময় বক্তাগণ মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের শক্তিকে ধারণ করে একটি শক্তিশালী, শান্তিপূর্ণ এবং গণতন্ত্রমুখী নতুন বাংলাদেশ বিনির্মাণে সকলের অংশগ্রহণের অভিপ্রায় ব্যক্ত করেন। শেষে ২৫ মার্চের শোকাবহ কালরাতে সকল শহিদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় ।
মন্তব্য