নিজস্ব প্রতিবেদক>>>ঢাকার খিলগাঁও থানাধীন তিলপাপাড়ায় অবস্থিত মিম- স্পেশাল ডেন্টাল কনসালটেশন সেন্টারের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ২য় ভবন হাসপাতাল সেকশনের শুভ উদ্বোধন, মিলাদ ও দোয়া মাহফিল ৩ জানুয়ারি শুক্রবার বাদ আসর অনুষ্ঠিত হয়।প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোঃ মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও খিলগাঁও থানা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ ইউনুস মৃধা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এম জামান ও সাধারণ সম্পাদক মোঃ হুমায়ন কবির।স্বাগত বক্তব্যে ডাঃ মোঃ মোস্তফা বলেন, মরহুম হাবিবুর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে মাস ব্যাপি শত করা ৩০ পারসেন্ট ডিসকাউন্ট দেয়া হবে।তিনি আরও বলেন, পুরুষ ডাক্তারের পাশাপাশি মহিলা রোগীদের জন্য ৬ জন মহিলা ডাক্তার দিবারাত্রি কাজ করে থাকে।এ ছাড়াও মিম ডেন্টালের প্রতিজন স্টাফ সেবার মন মানুষিকতা নিয়ে কাজ করে থাকে।অনুষ্ঠানের বিশেষ অতিথি ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ন কবির বলেন আমার দেখা ও জানামতে মিম ডেন্টাল ইতিমধ্যে চিকিৎসা সেবায় সুনাম কুড়িয়েছেন।আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এম জামান তার বক্তব্যে বলেন মিম ডেন্টালের পথ চলায় আমরা সব সময় পাশে থাকব। অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও খিলগাঁও থানা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ ইউনুস মৃধা বলেন,উন্নত স্বাস্থ্যসেবা দেয়ার কারনেই মিম ডেন্টাল দীর্ঘ ১৫ বছর একই এলাকায় স্থায়ীভাবে কাজ করছে।আজ ২য় ভবনের শুভ উদ্বোধন হলো।আমি আশা করছি আগামী দিনেও পুর্বের ন্যায় মিম ডেন্টাল তার সেবার গুণগতমান বজায় রাখবে।তিনি মিম ডেন্টালের সার্বিক সফলতা ও এই প্রতিষ্ঠানের সাথে জড়িত সকলের জন্য শুভ কামনা করেন।অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন মসজিদের খতিব,ইমাম ও মুসুল্লিগন উপস্থিত ছিলেন।
মন্তব্য