মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি >>> বিশ্বব্যাপী মুসলিম উম্মাহ পবিত্র মাহে রমজান পালন করছে। এই আত্মসংযম, ইবাদত ও সিয়াম সাধনার মাসে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে মালদ্বীপস্থ বি বাড়িয়া প্রবাসী ফোরামের নবনির্বাচিত আহব্বায়ক কমিটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার মালদ্বীপের রাজধানী মালের একটি হলরুমে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে মালদ্বীপস্থ বি বাড়িয়া সংগঠনের সদস্য ছাড়াও হাই কমিশনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ ও প্রবাসী পেশাজীবীদের ব্যাপক উপস্থিতে ইফতার মঞ্চ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
সংগঠক মোহাম্মদ শাহজালাল শিকদারের সঞ্চালনায় ও সংগঠনের নবনির্বাচিত আহ্বায়ক মোঃ আলী আজম ভুঁইয়া আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি জনাব রাসেল আহমেদ সাগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ এরশাদ মোল্লা,মোঃ আনোয়ার হোসেন মোঃ মোক্তার হোসেন মোঃসাইফুল সিকদার মোঃ বাবুল মিয়া মোঃফরহাদ খাঁন ভুঁইয়া মোঃআলাউদ্দিন সরকার প্রমুখ।অনুষ্ঠান শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন মোঃ শফিক মাস্টার ব্যাবসায়ী মোঃ দুলাল হোসেন ও ব্যবসায়ী মোঃ আলমগীর শিকদার ও সংগঠক মোহাম্মদ দুলাল আল মাইজভান্ডারী সভাপতির বক্তব্যে আলী আজম আক্তার ভুঁইয়া বলেনএটা মানবিক সংগঠন মানবিক কাজে ও প্রবাসীদের কল্যাণে এগিয়ে এসে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করাই আমাদের একমাত্র উদ্দেশ্য। এবং অচিরেই সকল প্রবাসীদের সহযোগিতায় কমিটির কার্যক্রম বেগবান করা হবে ইনশাল্লাহ। ইফতারের আগ মুহূর্তে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত,সকল প্রবাসী দেশ ও জাতির কল্যাণ ও মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মদিনার জমাত মালদ্বীপ শাখার সভাপতি মোঃ আল আমিন।
এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ সাগর মোঃ মোঃ হেলাল হোসাইন মোঃ এ আর নাছির মোঃ সজিব মোঃ কারিম রানা মোঃ এনামুল হক জাকির মোঃ আল আমিন সহ সংগঠনের অসংখ্য নেতাকর্মী ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন
মন্তব্য