আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি>>> বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ,জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখাসহ শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে নীলফামারীর কিশোরগঞ্জে স্বারক লিপি প্রদান ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বেলা ১০টায় প্রেস ক্লাবের সামনের সড়কে স্কুল,মাদরাসা ও কারিগরি শিক্ষা পরিবারের শিক্ষকদের অংশগ্রহণে এ মানববন্ধন করা হয়।মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা কাছে স্বারক লিপি প্রদান করা হয়।উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আজমের সভাপতিত্ব এ সময় বক্তব্য দেন,সমিতির সাধারণ সম্পাদক মুশরুত পানিয়াল পুকুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আসাদুল ইসলাম,উপজেলা মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি রনচন্ডি বসুনিয়া পাড়া বালিকা দাখিল মাদ্রাসার সুপার মোজাফফর হোসেন,সমিতির সাধারণ সম্পাদক নিতাই ডাঙ্গাপাড়া মাহবুবিয়া দাখিল মাদরাসার সুপার আব্দুল জলিল,রনচন্ডি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুকুল হোসেন,উত্তর দুরাকুটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম দেলোয়ার হোসেন দুলাল,শিশু নিকেতন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক বুলবুল হোসেন প্রমুখ।মানববন্ধনে বক্তারা বলেন,মাধ্যমিক পর্যায়ের শিক্ষকরা শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের জন্য বছরের পর বছর দাবি করে আসছেন।সেই সঙ্গে পর্যাপ্ত বেতন-ভাতা না পেয়ে মানববেতর জীবন-যাপন করছেন।অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের জোর দাবি এসব প্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে।জাতীয়করণ না করলে আগামীতে কঠোর আন্দোলন করা হবে।
মন্তব্য