আনোয়ারুল আজিম চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি>>> নোয়াখালীর চাটখিল পৌরবাজারের সবজি ব্যবসায়ীদের সিন্ডিকেটর কবলে ভোক্তা সাধারন।সবজি কিনতে অতিরিক্ত মূল্য দিতে হচ্ছে সাধারণ মানুষকে।চাটখিলের পাশ্ববর্তী সোনাইমুড়ী,চৌমুহনী,ও রামগঞ্জসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় যে সবজি চাটখিল বাজারের বাহিরের বাজার গুলোতে বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকা মূল্যে,সেই একই সবজি চাটখিলে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়।বিভিন্ন সময় ক্রেতারা অতিরিক্ত দাম নিয়ে কথা বললে সবজি বিক্রেতাদের নিকট অপমানিত ও লাঞ্ছিত হওয়ার মত ঘটনা ও ঘটে।চাটখিলে অতিরিক্ত সবজির মূল্যের কারণ খুঁজতে গিয়ে উঠে আসে লোমহর্ষক কাহিনী, জানা যায় চাটখিলে কাঁচামালের আড়তদারেরা প্রতিদিন সকালে খুচরা ব্যাবসায়ীদের নিজেদের মতো করে সবজি দেন এবং নিজেদের মনমতো ইচ্ছে মাফিক মূল্য নির্ধারণ করে দেন।খুচরা বিক্রেতারাও নিজেদের মনগড়া মূল্যে সবজি বিক্রি করেন।এদের দু’পক্ষের কাউকে মনিটরিং করার কেউ নেই।অতিরিক্ত মূল্যে বিক্রির আরো অন্যতম কারণ হিসেবে জানা যায়,কিছু কিছু খুচরা পর্যায়ের সবজি বিক্রেতা উচ্চ মূল্যে দোকান ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করেন, যেমন মধ্য গলির মুখে সর্বোচ্চ ১৫০ স্কয়ার ফিটের সাবেক আল আরাফাত স্টোরে বর্তমানে সবজির দোকান।যারা প্রতিদিনের দোকান ভাড়া ২৫০০ টাকা হারে মাসিক ভাড়া ৭৫ হাজার টাকা প্রদান করেন।গোস্তো দোকানে প্রবেশ পথের পশ্চিম পাশে ছোট ছোট কয়েকটি সবজির দোকান।যারা প্রতিদিন ২-৪ হাজার টাকা করে ভাড়া প্রদান করে।যাহা মাসিক ভাড়ায় ৬০ হাজার থেকে শুরু করে একলক্ষ বিশ হাজার টাকা।যেখানে দেখা যায় বাজারে ৫০০ থেকে ১০০০ স্কয়ার ফিটের দোকানের মাসিক ভাড়া ১০ থেকে ২৫ হাজারের বেশি নয়।সেখানে ছোট্ট ছোট্ট এই রুমগুলোর ভাড় দিচ্ছে তারা ষাট হাজার টাকা থেকে একলক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত।ক্ষোভ প্রকাশ করে চাটখিল বাজারর পুরাতন কয়েকজন ব্যবসায়ী জানান,সবজি বিক্রেতারা মানুষের উপর অতিরিক্ত জুলুম করে মানুষের পকেটে কাটছেন এবং উচ্চ মূল্য দিয়ে দোকান ভাড়া নিচ্ছেন,তাদের এই অত্যাচারের কারণে আমরা যারা দীর্ঘদিন দোকান ভাড়া নিয়ে ব্যবসা করে আসছি তাদেরকে এখন আর মালিক পক্ষ দোকান ভাড়া দিতে চাচ্ছেনা।যদি ও কোন মালিক পক্ষ দোকান ভাড়া দেয় তখন সবজি বিক্রেতা ভাড়াটিয়াদের রেফারেন্স দিয়ে দোকানের ভাড়া কয়েকগুণ বৃদ্ধি করে দেন।তাই এদের সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি।চাটখিলর সাধারণ মানুষ বললেন সিন্ডিকেট ভাঙ্গো দাম কমাও,সাধারণ ব্যবসায়ীরা বললেন সিন্ডিকেট ভাঙ্গো সবজির দাম কমাও এবং ন্যায্য মূল্যে দোকান ভাড়া নিয়ে ব্যবসা করে হালাল ইনকাম করে চলার সুযোগ দাও।এদিকে কিছুদিন থেকে চাটখিল বাজারে উচ্চ মূল্যর কারণে কিছু ক্ষুদ্র ব্যবসায়ী হকার গণ চরাঞ্চল সহ বিভিন্ন জায়গা থেকে সরাসরি সবজি নিয়ে এসে যখন কম মূল্যে বিক্রি করে ক্রেতা আকৃষ্ট করতে সক্ষম হয়েছে, তখনি সিন্ডিকেট আড়ৎদার ও তাদের সহোযোগীরা গতকাল (৪ জুন) মঙ্গলবার নিরীহ ক্রেতা বান্ধব হকারদের মারধর করে উচ্ছেদ করার চেষ্টা চালান,এনিয়ে ক্রেতাদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।ক্রেতারা প্রশাসনের নিকট এ ঘটনার তদন্ত পূর্বক সুস্থ বিচার দাবি করেন,এবং সিন্ডিকেটের বিরুদ্ধে তড়িৎ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
মন্তব্য