দোয়ারাবাজার, সুনামগঞ্জ প্রতিনিধি আবু কাহার হৃদয়>>>>
নাবা হোমিও সেন্টার মহব্বতপুর বাজার কলেজ রোড শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ১১ আগস্ট শুক্রবার বাদ আছর সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা নাবা হোমিও সেন্টার মহব্বতপুর বাজার কলেজ রোড শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত উদ্বোধন ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ,গন্যমান্য ব্যক্তি ব্যবসায়ী বৃন্দ সহকারী অধ্যাপক বৃন্দ,প্রভাষক বৃন্দ, ইমাম সাহেব বৃন্দ প্রমুখ।ডাঃ মোহিত মিয়া (সহকারী অধ্যাপক) সমুজ আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ ডি এইচ এম এস সদস্য – জালালাবাদ হোমিও প্যাথিক মেডিকেল এসোসিয়েশন সিলেট ও ডাঃ আকলিমা আক্তার ডি এইচ এম এস সদস্য – জালালাবাদ হোমিও প্যাথিক মেডিকেল এসোসিয়েশন মোহিত মিয়া (সহকারী অধ্যাপক) সমুজ আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ ডি এইচ এম এস সদস্য – জালালাবাদ হোমিও প্যাথিক মেডিকেল এসোসিয়েশন জানান এই নাবা হোমিও সেন্টার মহব্বতপুর বাজার কলেজ রোড উদ্বোধন করেছি গরীব দুঃখি অসহায় সাধারণ মানুষের সেবা করার জন্য হয়েছে।
প্রয়োজন যোগাযোগের জন্য নাম্বার ০১৭১২৪৯৬৬৯০
০১৭৩৬১৪২৬০৩
মন্তব্য